সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড এর সম্মানিত শেয়ারহোল্ডারগণের নামে বিভিন্ন বছরের নগদ লভ্যাংশ, এর টাকা যথাযথ ঠিকানা, হালনাগাদ ব্যাংক হিসাব না থাকায় ফেরত আসে, যা এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড এর নিকট অপরিশোধিত/অ-দাবীকৃত অবস্থায় সংরক্ষিত আছে।
উপরে উল্লেখিত “অপরিশোধিত/অ-দাবীকৃত নগদ লভ্যাংশ”এর তালিকা কোম্পানীর ওয়েবসাইট এর https://asiainsurancebd.com/financial-indicators/ipo-information-duplicate-1/ লিংক এ পাওয়া যাবে।