skip to Main Content
02 55138581, 41032881 asiainsu@gmail.com

১লা মার্চ জাতীয় বীমা দিবস।

বঙ্গবন্ধু মুজিব রাজনীতির পাশাপাশি পেশাগত ভাবে তৎকালীন বীমা কোম্পানী আলফা ইন্স্যুরেন্স এর একজন বীমা কর্মকর্তা ছিলেন। ১লা মার্চ তারিখটি বঙ্গবন্ধুর বীমা পেশায় যোগদানের তারিখ।
তাই রাষ্ট্রীয় ভাবে প্রথম বারের মতো জাতীয় বীমা দিবস পালিত হচ্ছে ১লা মার্চ তারিখে।

এদিকে বঙ্গবন্ধু মুজিব এর জন্ম শতবর্ষে চলতি বছরের মার্চ মাস হতে দেশ জুড়ে পালিত হচ্ছে মুজিব বর্ষ।

প্রথম জাতীয় বীমা দিবস ও মুজিব বর্ষ উপলক্ষ্যে এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড কর্তৃক তা’ পালিত হচ্ছে কোম্পানীর কর্পোরেট হেড কোয়ার্টার বর্নিল সাজে সজ্জিত আলোক সজ্জায়,অফিস ভবনে চূড়ায় শ্লোগান সম্বলিত হিলিয়াম বেলুন উড়িয়ে,দীর্ঘতর দুইটি ব্যানার ঝুলিয়ে, অফিসের প্রবেশ মুখে দুইটি ফ্যাস্টুন স্থাপন করে এবং অফিস অভ্যন্তরে বঙ্গবন্ধু কর্নার স্থাপনের মাধ্যমে।
এছাড়াও ২৯ ফেব্রুয়ারী তারিখে বীমা দিবসের শোভাযাত্রা,১লা মার্চ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিতে আয়োজিত অনুষ্ঠান ও বীমা মেলায় এশিয়া ইন্স্যুরেন্স এর সকল কর্মকর্তা-কর্মচারী স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহন করে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করছে।